নিজেদের পাঁচ দফা দাবীতে অনড় থেকেই জুনিয়ার চিকিৎসকরা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার ব্যাপারে ইচ্ছার কথা জানিয়েছেন। এই মর্মে তাঁরা নবান্নে ইতমধ্যেই ইমেইল পাঠিয়েছেন বলে খবর। মুখ্যমন্ত্রীর নির্ধারিত স্থান এবং সময়মতোই তাঁরা খোলামনে আলোচনায় প্রস্তুত বলে আন্দোলনকারীদের পক্ষে জুনিয়ার ডাক্তার অনিকেত মাহাতো জানিয়েছেন।
রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রস্তাবিত বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে টানাপোড়েনের মধ্যেই মুখ্যমন্ত্রী আজ অতর্কিতে ধর্নাস্থলে উপস্থিত হয়ে অচলাবস্থা কাটাতে ফের ডাক্তারদের খোলামনে আলোচনায় বসার প্রস্তাব দেন। তিনি বলেন, নিহত চিকিৎসক ন্যায় বিচার পাক, তা’ তিনিও চান। এই অপরাধের সঙ্গে যুক্ত কারো প্রতি রাজ্য সরকারের কোন সহানুভূতি নেই। হাসপাতালে দুর্নীতি চক্র নিয়ে যে অভিযোগ উঠছে তা ভাঙতেও তিনি সবরকম উদ্যোগ নেবেন। ডাক্তারদের আন্দোলনের প্রতি কুর্নিস জানিয়ে তিনি বলেন, সমস্ত হাসপাতালে ‘রোগী কল্যাণ সমিতি’ ভেঙে দেওয়া হচ্ছে।