মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 16, 2025 4:58 PM

printer

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন, আজ বিকেলে নতুন দিল্লী পৌঁছবেন। আগামীকাল তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সান আজ বিকেলে পাঁচ দিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছাবেন। তার সঙ্গে থাকবেন মন্ত্রী প্রবীণ,  আধিকারিক, ব্যবসায়ী সাংবাদিক এবং সেদেশে বসবাসকারী ভারতীয় সদস্যের একটি দল সহ এক উচ্চপর্যয়ের প্রতিনিধিদল।

বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করবেন। ভারত নিউজিল্যান্ড সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে সেখানে আলোচনা হবে। দশম রায় সিনা ডায়লগ ২০২৫ এর প্রধান অতিথি হিসেবে লোকসান উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন । তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মুম্বাইতে ও যাবেন এবং সেখানে বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যেই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর এই সফর। বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের সহযোগিতা বৃদ্ধি এবং মানুষে-মানুষে সম্পর্ক আরো দঢ় করার লক্ষ্যেই লুক্সানের ভারত সফর।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন