নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন ৫ দিনের সফরে আগামী ১৬ তারিখ ভারতে আসছেন। তাঁর সঙ্গে থাকবেন মন্ত্রী, বরিষ্ঠ আধিকারিক, শিল্প নেতা এবং প্রবাসী ভারতীয়দের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী লুকসন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুদেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। দশম রাইসিনা ডায়ালগ ২০২৫-এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ক্রিস্টোফার লুকসন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও বৈঠকে কর্মসূচী রয়েছে তাঁর। সফরকালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মুম্বই যাবেন। সেখানে ব্যবসায়িক ক্ষেত্রে শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
Site Admin | March 10, 2025 1:40 PM
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন আগামী ১৬ তারিখ ভারতে আসছেন
