নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ভারত তৃতীয় বারের জন্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেটের খেতাব জয় করেছে। জয়ের জন্য ২৫২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারত চার উইকেট হাতে রেখেই ১ ওভার বাকি থাকতে ২৫৪ রান করে। দুবাইয়ে আজ ফাইনালে টসে জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তোলে। নিউজিল্যান্ডের পক্ষে ড্যারিল মিচেল ৬৩, রবীন্দ্র ৩৭, ফিলিপ্স ৩৪ এবং মাইকেল ব্রেসওয়েল অপরাজিত ৫১ রান করেন। বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব দুজনেই দুটি উইকেট নেন।
এর জবাবে ভারত ব্যাট করতে নেমে রোহিত শর্মা এবং শুভমন গিল অনবদ্য ইনিংসের সূচনা করেন। প্রথম উইকেটে জুটিতে যোগ হয় ১০৫ রান। রোহিত শর্মা ৭৬, শুভমন গিল ৩১, শ্রেয়স আইয়ার ৪৮, অক্ষর প্যাটেল ২৯, হার্দিক পান্ডিয়া ১৮ রান করেন। কে এল রাহুল ৩৪ এবং রবীন্দ্র জাডেজা ৯ রানে অপরাজিত থাকেন।
এর আগে ভারত ২০০২ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছিলো।