নারী ও শিশু কল্যান মন্ত্রক, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার-এর জন্য আবেদন আহ্বান করেছে। আবেদনকারীরা ১লা এপ্রিল থেকে জাতীয় পুরস্কার পোর্টাল-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের নাগরিক এবং ৫ থেকে ১৮ বছর বয়সী যে কোনো শিশু এই পুরস্কারের জন্য যোগ্য।
সাহসিকতা, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, শিল্প ও সংস্কৃতি-এই বিভাগগুলিতে অসাধারণ সাফল্যের জন্য প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩১শে জুলাই।