মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 6, 2024 9:53 PM

printer

নারী ও শিশু কল্যাণে পঞ্চায়েতগুলি কেমন কাজ করছে, তার মূল্যায়ন করবে রাজ্য সরকার।

নারী ও শিশু কল্যাণে পঞ্চায়েতগুলি কেমন কাজ করছে রাজ্য সরকার এবার তা পর্যালোচনা করবে। আগামী ১১ই জুলাই থেকে রাজ্যজুড়ে পঞ্চায়েতের মূল্যায়ন শুরু হবে। সেখানেই এবার নারী ও শিশু কল্যাণ কর্মসূচিরও মূল্যায়ন করা হবে বলে সিদ্ধান্ত  হয়েছে। গত অর্থবর্ষে পঞ্চায়েত পিছু বরাদ্দের অন্তত ১৫ শতাংশ নারী ও শিশু কল্যাণের জন্য খরচের নির্দেশ দেওয়া হয়েছিল। পঞ্চায়েতগুলি তা পালন করেছে কিনা তার খতিয়ে দেখা হবে।

এছাড়া যেসব বিষয়ের উপর একটি পঞ্চায়েতকে পরীক্ষা করা হবে সেগুলি হল পরিকল্পনা ও বাজেট, পরিষেবা প্রদান, অর্থনৈতিক শৃঙ্খলা প্রভৃতি। একটি পঞ্চায়েত যে সমস্ত ভবন বা সরকারি বিল্ডিং তৈরি করেছে, তার গুণগত মানের রিপোর্ট, নিজস্ব আয় বাড়াতে কতটা সক্ষম হয়েছে প্রভৃতি বিষয় খতিয়ে দেখা হবে বলে ঠিক হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন