প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা বাস্তবায়নের লক্ষ্যে নাগাল্যান্ড সরকার সরকারি নির্দেশালয় স্তরে একটি সৌর মিশন দল এবং সচিবালয় স্তরে একটি সৌর মিশন সেল গঠন করতে চলেছে। গতকাল কোহিমায় নাগাল্যান্ড সোলার মিশনের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৭ সালের মধ্যে এক কোটি বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত বছর ১৩ই ফেব্রুয়ারি এই যোজনার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Site Admin | March 25, 2025 1:49 PM
নাগাল্যান্ড সরকার প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা বাস্তবায়নের জন্য সোলার মিশন সেল গঠন করতে চলেছে।
