নাগাল্যান্ডে প্রবল বৃষ্টির জেরে কোহিমা ও ডিমাপুরের মধ্যে সংযোগ রক্ষাকারী ২৯ নম্বর জাতীয় সড়কে ভূমিধসে এক মহিলা সহ ছ’জনের মৃত্যু হয়েছে। আহত তিনজন। পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী নেইফিউ রিও গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন।
বৈঠকে রাজ্য সরকার, NHIDCL-কে ২৪ ঘণ্টার মধ্যে এই জাতীয় সড়ক পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে। নিহতদের পরিবারকে চার লক্ষ এবং আহতদের ১৬ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার।