মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 6, 2025 9:21 PM

printer

নাইজেরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে একটি ইসলামিক স্কুলে আগুন লাগায় ১৭ জন বাচ্চার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নাইজেরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে একটি ইসলামিক স্কুলে আগুন লাগায় ১৭ জন বাচ্চার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরও ১৭ জন গুরুতর আহত। কাওরা নামোড়া জেলার জামফারা স্টেটের স্কুলটিতে আজ আগুন লাগার সময় ১০০ জন পড়ুয়া ছিল। জানা গিয়েছে, বাচ্চাদের মুখের স্বাস্থ্য রক্ষার জন্য ” কারা” নামে এক ধরনের শুকনো দাঁতন জড়ো করা ছিল। অসাবধানে তাতেই আগুন ধরে যায়। নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা টিনুবু ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন