নরেন্দ্র মোদী সরকার দেশের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করেছে এবং সুরক্ষিত ভারত গড়তে কার্যকরী পদক্ষেপ নিয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। নতুনদিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ বলেন, গত দশ বছরে দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তৃতীয়বার ক্ষমতায় আসার মেয়াদের ১০০ দিনের মধ্যে মোদী সরকার, ১৫ লক্ষ কোটি টাকার প্রকল্প মঞ্জুর ও সূচনা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাচীন এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার মেলবন্ধনে নতুন জাতীয় শিক্ষানীতি আনা হয়েছে । সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের ফলে ভারত বিশ্বের উৎপাদন হাব হয়ে উঠেছে।
Site Admin | September 17, 2024 12:59 PM