ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ফ্রিস্টাইল দাবা গ্র্যান্ড স্ল্যাম ২০২৫-এর খেতাব জিতেছেন বিশ্বের এক নম্বর দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেন। গতকাল মার্কিন গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরাকে ১ দশমিক পাচ-শূন্য দশমিক পাঁচ পয়েন্টে পরাজিত করেন তিনি।
অন্যদিকে, ইতালীয়-আমেরিকান ফ্যাবিয়ানো কারুয়ানা তৃতীয় স্থান অর্জনের লড়াইয়ে জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কিমারকে হারিয়ে লাস ভেগাস গ্র্যান্ড স্ল্যামে নিজের স্থান পাকা করেছেন।
ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি ফ্রান্সের ম্যাক্সিম ভ্যাক্সিয়ার-লাগ্রেভকে হারিয়ে পঞ্চম স্থান দখল করেন।
অর্জুন আগামী ১৭ এপ্রিল গ্রেঙ্ক ফ্রিস্টাইল ওপেনে অংশ নেবেন।
Site Admin | April 15, 2025 9:33 PM
নরওয়ের ম্যাগনাস কারসন প্যারিসে অনুষ্ঠিত ফ্রি স্টাইল দাবাগ ব্র্যান্ড স্নাম, খেতাব জয় করেছেন।
