নমামী গঙ্গা কর্মসূচীর আওতায় উত্তরপ্রদেশের মানিকপুর ও চন্দাউলির জন্য কেন্দ্রীয় সরকার ২৭২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। নমামীগঙ্গে কর্মসূচীর ৫৯-তম কার্য নির্বাহী সমিতির বৈঠকে ডিরেক্টর জেনারেল রাজীব কুমার মিত্তল গতকাল বলেন, গঙ্গা নদীর সংরক্ষণ ও পুনরুজ্জীবনে বেশ কয়েকটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো, নদীর পবিত্রতা, সুস্হায়ী উন্নয়ন, পরিবেশের সংরক্ষণের পাশাপাশি সাংস্কৃতিক তাৎপর্যকে ধরে রাখা। বিহারের বক্সারে নদী সংরক্ষণের ক্ষেত্রে ২৫৭ কোটি টাকার একটি উচ্চাকাঙ্খী প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে। এর আওতায় বর্জ্য নিষ্কাসন প্লান্ট গড়ে তোলা হবে। এই প্লান্ট থেকে প্রতিদিন ৫০ মিলিয়ান লিটার বর্জ্য নিষ্কাসন করা সম্ভব হবে।
Site Admin | January 1, 2025 3:06 PM