নবম এশীয় শীতকালীন ক্রীড়া ২০২৫ আজ চীনের হারবিনে শুরু হবে। চলবে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত। ভারতে শীতকালীন ক্রীড়ায় উৎসাহ জোগাতে সরকারের নেওয়া এক বিশেষ পদক্ষেপে ভারতীয় ক্রীড়াবিদদের দলকে ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি ছাড়পত্র পাওয়া ৮৮ জনের দলে ৫৯ জন অ্যাথলিট এবং ২৯ জন সংশ্লিষ্ট আধিকারিক রয়েছেন।
প্রতিযোগিতায় আলপাইন স্কি, আন্তর্দেশীয় স্কি , ফিগার স্কেটিং, শর্ট এবং লঙ ট্র্যাক স্পিড স্কেটিং এ অংশগ্রহণকারী অ্যাথলিট দের এই প্রথম পুরো আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। অ্যাসিস্ট্যান্স টু ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন প্রকল্পের আওতায় তাঁরা এই সাহায্য পাচ্ছেন। এই প্রথম দেশের পক্ষে এশীয় শীতকালীন গেমসে অংশগ্রহণকারী অ্যাথলিটদের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সরকার যে ক্রীড়া প্রশাসনে যে স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে খেলোয়াড় নির্বাচনের উপর গুরুত্ব দেয় এতে তা প্রমাণিত।