মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 2, 2025 12:22 PM

printer

নতুন বছরের শুরুতেই রাজ্য সরকার বিভিন্ন দফতরের শূন্যপদ পূরণে উদ্যোগী হচ্ছে।

নতুন বছরের শুরুতেই রাজ্য সরকার বিভিন্ন দফতরের শূন্যপদ পূরণে উদ্যোগী হচ্ছে। এরই অঙ্গ হিসাবে সচিবালয় পর্যায়ের দফতরগুলিতে শূন্যপদের সংখ্যার পর্যলোচনা শুরু হয়েছে।

রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর শূন্যপদের সংখ্যা জানতে চেয়ে বিভিন্ন দফতরকে ইতোমধ্যেই চিঠি পাঠিয়েছে। সেখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হেড অ্যাসিস্ট্যান্ট ও সেকশন অফিসারের মোট অনুমোদিত পদ ও কর্মরতদের সংখ্যা এবং কত পদ শূন্য রয়েছে তার বিস্তারিত পরিসংখ্যান তলব করা হয়েছে। ৩১ শে জানুয়ারির মধ্যে দফতরগুলিকে এই সংক্রান্ত তথ্য নির্ধারিত বয়ানে জমা দিতে হবে।

একই সঙ্গে ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের অফিসগুলিতে অনুমোদিত পদ এবং বর্তমান কর্মী সংখ্যা পর্যালোচনার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে খবর। গ্রুপ-ডি পদে নিয়োগ হবে নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। গ্রুপ সি-এলডিএ পদে নিয়োগ করতে ক্লার্কশিপ পরীক্ষা গ্রহণের জন্যও শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে তা ইতিমধ্যে জানিয়েও দেওয়া হয়েছে। পদোন্নতির মাধ্যমে এলডিএ’-র উপরের পদগুলি পূরণ করা হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন