নতুন দিল্লীর ভারত মন্ডপমে শুরু হয়েছে নতুন দিল্লী আন্তর্জাতিক বই মেলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত শনিবার মেলার উদবোধন করেন। ৯ দিন চলবে বই মেলা। এবারের নতুন দিল্লী আন্তর্জাতিক বইমেলায় ফোকাস কান্ট্রি রাশিয়া। ইতালি, ফ্রান্স, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, স্পেন, সৌদি আরব, কলম্বিয়া এবং তুরস্কও মেলায় অংশ নিয়েছে। মেলা খোলা রয়েছে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
Site Admin | February 3, 2025 10:13 AM
নতুন দিল্লীর ভারত মন্ডপমে শুরু হয়েছে নতুন দিল্লী আন্তর্জাতিক বই মেলা।
