নতুনদিল্লির ভারত মন্ডপমে আজ ‘ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৪’ শুরু হয়েছে। চলবে ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত। চারদিনব্যাপী এই অনুষ্ঠানে ৯০টিরও বেশি দেশ, ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের ১৮টি মন্ত্রক অংশ নিচ্ছে। অনুষ্ঠানে অংশ নিয়ে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, দেশের অর্থনীতিতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিশেষ ভূমিকা রয়েছে। কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও এই শিল্প সহায়ক হয়েছে। উপস্থিত আছেন খাদ্য ও গনবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী, প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু।
অংশীদার দেশ হিসেবে জাপান এবং ফোকাস কান্ট্রি হিসেবে থাকছে ভিয়েতনাম ও ইরান। খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে উদ্ভাবন, প্রযুক্তি এবং সুস্থায়িত্বের সমন্বয় ঘটবে এই অনুষ্ঠানে।