মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 17, 2025 9:22 AM

printer

নতুন দিল্লীতে BSF এবং BGB-র মহানিরদেশক পর্যায়ের চারদিনের বৈঠক আজ শুরু হবে

নতুন দিল্লীতে সীমান্ত রক্ষী বাহিনী BSF এবং  Border Guard Bangladesh BGB-র মহানিরদেশক পর্যায়ের  চারদিনের বৈঠক আজ শুরু হবে। বাংলাদেশের ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবির মহানিরদেশক মহম্মদ আস্রাফুজ্জামান সিদ্দিকি। দলে মুখ্য উপদেষ্টার দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক, ভূমি রাজস্ব দপ্তর, যৌথ নদী কমিশন দপ্তরের আধিকারিকরা থাকবেন।  প্রতি বছর ২ বার মহানিরদেশক পর্যায়ের  বৈঠক হয়। ৫৫ তম বৈঠকটি গত নভেম্বরের ১৮ থেকে ২২শে নভেম্বর হবার কথা ছিল, কিন্তু বিজিবি তাঁদের দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রেক্ষিতে বৈঠক পেছনের অনুরোধ জানায়। ৫৪তম বৈঠক ঢাকায় গত বছর মার্চ মাসে হয়েছিল।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন