কেন্দ্রীয় কয়লা ও খনি দপ্তরের মন্ত্রী জি কিষাণ রেড্ডি ও ঐ দপ্তররে প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে গতকাল নতুন দিল্লীতে কৌশলগত খনিজ ব্লকগুলির চতুর্থ পর্বের নিলামের সূচনা করেন। এই পর্বের মধ্যে ৬ টি রাজ্যের ২১ টি ব্লক রয়েছে। রাজ্যগুলি হল অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড, কর্ণাটক, রাজস্থান ও উত্তর প্রদেশ। অনুষ্ঠানে তাঁর ভাষণে শ্রী রেড্ডি বলেন, অফশোর খনিজ ব্লকগুলির প্রথম পর্বের নিলাম প্রক্রিয়া নতুন সরকারের ১০০ দিনের মধ্যেই শুরু হবে। মন্ত্রী বলেন, এই সমস্ত ব্লকগুলিতে বিভিন্ন রকম খনিজ পদার্থ সঞ্চিত রয়েছে। এর মধ্যে আছে গ্রাফাইট, লোকোনাইট, ফসফরাট, নিকেল প্রভৃতি।
Site Admin | June 25, 2024 12:15 PM