মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 16, 2025 5:27 PM

printer

নতুন দিল্লিতে সপ্তম হকি ইন্ডিয়া বার্ষিক পুরস্কার ২০২৪-এ, প্রসার ভারতী, হকি ইন্ডিয়া জামানলাল শর্মা এওয়ার্ড ফর ইনভ্যালুয়েবল কন্ট্রিবিউশান 2024, পুরস্কার পেয়েছে।

নতুন দিল্লিতে সপ্তম হকি ইন্ডিয়া বার্ষিক পুরস্কার ২০২৪-এ, প্রসার ভারতী, হকি ইন্ডিয়া জামানলাল শর্মা এওয়ার্ড ফর ইনভ্যালুয়েবল কন্ট্রিবিউশান 2024, পুরস্কার পেয়েছে। দেশজুড়ে হকির প্রসার এবং প্রচারে প্রসারভারতীর অক্লান্ত চেষ্টার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে হকি ইন্ডিয়ার তরফে ১৯৭৫ এর বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের হকি ইন্ডিয়া মেজর ধ্যানচাঁদ জীবন কৃতি পুরস্কার হিসেবে 50 লক্ষ টাকা নগদ দেওয়া হয়। ২০২৪ এর সেরা মহিলা হকি খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন সবিতা পুনিয়া এবং পুরুষ বিভাগে এই পুরস্কার পেয়েছেন হরমনপ্রীত সিং। আন্তর্জাতিক হকি থেকে গত বছর অবসর নেওয়া পি আর সৃজেশ কে, এফ আই এইচ মেন্স গোলকিপার অফ দা ইয়ার পুরস্কার প্রদান করা হয়েছে।
ভারতীয় হকির ১০০ বছরের পূর্তিতে এ বছরের পুরস্কার বিশেষ উল্লেখযোগ্য। একইসঙ্গে এ বছরই ১৯৭৫ এ হকিতে বিশ্বকাপ জয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন