নতুন দিল্লিতে আজ ৫৪তম GST পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
জিএসটি পরিষদের শেষ বৈঠকটি জুন মাসে অনুষ্ঠিত হয় যেখানে ইস্পাত, লোহা এবং অ্যালুমিনিয়ামের দুধের ক্যানের উপর ১২ শতাংশ জিএসটি একটি অভিন্ন হারের সুপারিশ করা হয়। ভারতীয় রেলের প্ল্যাটফর্ম টিকিট বিক্রি , বিশ্রাম নেওয়ার কক্ষ ও ওয়েটিং রুমের সুবিধা এবং ব্যাটারি চালিত গাড়ি পরিষেবাগুলি সহ বেশ কিছু ক্ষেত্রে কোনও জিএসটি না নেবার সুপারিশ-ও পরিষদ ওই বৈঠকে করে।
আজকের বৈঠকে বীমার প্রিমিয়ামে GST হার বিষয়ে আলোচনা হবে। এছাড়া অনলাইন গেমিং-এর ওপর GST-র প্রস্তাব বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। কাউন্সিলের ফিটমেন্ট কমিটির বৈঠকে কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা জীবন বীমা ও স্বাস্হ্য বীমার প্রিমিয়ামের ওপর GST হার নিয়ে একটি রিপোর্ট জমা দেবেন।