চিলির বিদেশমন্ত্রী আলবার্ত ভন ক্ল্যাভারেন গতরাতে নতুন দিল্লি পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে তিনি আজ নতুন দিল্লিতে দ্বিতীয় – ভারত চিলি যৌথ কমিশনের বৈঠকে সভাপতিত্ব করবেন। এর পাশাপাশি চিলির বিদেশমন্ত্রী ভারত-চিলি কৃষি সংক্রান্ত বাণিজ্য শিখর সম্মেলনে যোগ দেবেন। এরপর তিনি মুম্বাই-এর উদ্দেশ্যে যাত্রা করবেন।
উল্লেখ্য, চিলি হল, ল্যাটিন আমেরিকা অঞ্চলের ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার। ক্ল্যাভারেনের এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখতে সাহায্য করবে। একই সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে সহায়ক হবে।