নতুন দিল্লিতে আজ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পে বছরে পরিবারপিছু ৫ লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে প্রদান করা হবে। এই প্রকল্পের আওতায় অতিরিক্ত ৫ লক্ষ টাকার টপ-আপ পরিষেবাও প্রদান করবে দিল্লি সরকার। প্রকল্পের সূচনায় আজ যোগ দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। উপোভক্তাদের হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেওয়া হয়েছে। এই প্রকল্প চালুর ফলে রাজধানীতে উপকৃত হবে ছয় লক্ষ ৫০ হাজারেরও বেশি পরিবার। উল্লেখ্য, প্রকল্পটি চালুর জন্য গত সপ্তাহে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে দিল্লি সরকারের একটি মউ স্বাক্ষর করা হয়।
Site Admin | April 10, 2025 9:52 PM
নতুন দিল্লিতে আজ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়েছে।
