মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 18, 2024 12:45 PM

printer

নতুন তিন ফৌজদারি আইন পর্যালোচনা করতে কমিটি গড়ল পশ্চিমবঙ্গ সরকার।

নতুন তিন ফৌজদারি আইন পর্যালোচনা করতে কমিটি গড়ল পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা রাজ্যের লোকায়ুক্ত অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন সাত সদস্যের কমিটি গত পয়লা জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হওয়া নতুন তিন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন পর্যালোচনা করে রাজ্য সরকারের কাছে রিপোর্ট দেবে। রাজ্যের স্বরাষ্ট্র দফতর গতকাল এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে।
সেখানে বলা হয়েছে, সংবিধান মোতাবেক আইনশৃঙ্খলা যেহেতু রাজ্যের এক্তিয়ারভুক্ত এবং নতুন তিন আইনের বেশ কিছু বিষয়ের সঙ্গে যেহেতু রাজ্য সরকার একমত নয় তাই এই আইন তিনটি পর্যালোচনার প্রয়োজন। নতুন তিন ফৌজদারি আইনে এরাজ্যের জন্য বিশেষ ভাবে কোনো সংশোধনীর প্রয়োজন আছে কিনা এবং রাজ্যস্তরে আইনগুলির নাম পরিবর্তনের প্রয়োজন আছে কিনা কমিটি মূলত এই দুটি বিষয় পর্যালোচনা করবে। এছাড়া এই তিনটি আইনের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ে কমিটি প্রয়োজনীয় কোনো পরামর্শ থাকলে তাও দেবে।
সাত সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আইনমন্ত্রী মলয় ঘটক, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, সুপ্রিম কোর্টে সরকার পক্ষের মুখ্য কৌঁসুলি সঞ্জয় বসু, রাজ্য পুলিশের মহানির্দেশক এবং কলকাতার পুলিশ কমিশনার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি প্রয়োজনে শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ,প্রবীণ আইনজীবী, গবেষকদের নিয়োগ করতে পারবে।নতুন আইন সম্পর্কে সাধারণ মানুষের মতামতও নিতে পারবে। তিন মাসের মধ্যে কমিটির রিপোর্ট সরকারের কাছে জমা পড়বে।এদিকে, এই কমিটি গঠনের উদ্দেশ্য কি, সে বিষয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কেন্দ্রের প্রস্তাবে রাজ্য সরকার সময়ে জবাব দিয়েছিল কিনা, তাও চানতে চেয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ কোনোভাবেই দেশের মধ্যে পৃথক ভূখন্ড হিসাবে গণ্য হতে পারে না বলে রাজ্যপাল উল্লেখ করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন