মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 26, 2024 9:08 PM

printer

নতুন তিনটি ফৌজদারি আইন – ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩ আগামী মাসের পয়লা তারিখ থেকে কার্যকর হচ্ছে।

নতুন তিনটি ফৌজদারি আইন – ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩ আগামী মাসের পয়লা তারিখ থেকে কার্যকর হচ্ছে। বিচার ব্যবস্থা আরো সুগম ও কার্যকরী হিসেবে উঠে আসবে। এই নতুন আইনের ফলে, কোনো ঘটনা অনলাইনে রিপোর্ট করা যাবে ও যেকোনো থানায় FIR ও তার প্রতিলিপি বিনামূল্যে পাবেন অভিযোগকারী।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি নিজের পছন্দ মত কাউকে তার অবস্থার কথা জানাতে পারবেন। নতুন আইন মহিলা ও শিশুদের ওপর হওয়া অপরাধের তদন্তের ওপর আরো গুরুত্ব দেওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর দুই মাসের মধ্যে, তদন্তের নিষ্পত্তি করতে হবে। ফরেনসিক বিশেষজ্ঞদের গুরুতর অপরাধের ক্ষেত্রে ঘটনাস্থলে গিয়ে  তথ্য সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে।

কাগজের ব্যবহার যথা সম্ভব কমানোর ওপর জোর দিয়ে বলা হয়েছে, ইলেকট্রনিক মাধ্যমে সমন পাঠানো যাবে। সব পক্ষের মধ্যে যোগাযোগকে প্রাধান্য দেওয়া হয়েছে নতুন ফৌজদারি আইনে। পয়লা জুলাইয়ে এই নতুন তিনটি ফৌজদারি আইনগুলিকে কার্যকর করা নিয়ে  কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো এক যোগে কাজ করে চলেছে এবং সচেতনতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যেহেতু এই আইনগুলিতে তদন্ত – বিচারপর্বে প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে তাই National Crime Records Bureau NCRB  অপরাধ ও অপরাধী সংক্রান্ত Crime and Criminal Tracking Networks Syastem CCTNS এ ২৩ টি কার্যগত পরিবর্তন এনেছে। NCRB রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নতুন ব্যবস্থাপনায় প্রবেশ করাতে প্রযুক্তিগত সব ধরনের সহায়তা প্রদান করে চলেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন