গোলান মালভূমিতে রকেট হামলায় ১২ জনের মৃত্যুতে লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠীকে ইজরায়েলের হুঁশিয়ারি পর নতুন করে সংঘর্ষ মাথাচাড়া দেওয়ার আশঙ্কার প্রেক্ষিতে লেবাননে ভারতীয় দূতাবাস, আজ দেশের নাগরিকদের জন্য পর্যটন সংক্রান্ত একটি অ্যাডভাইজারি জারি করেছে। এতে বলা হয়েছে, লেবাননে বসবাসকারী ভারতীয় এবং যারা সেদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন তাঁদের অবশ্যই বেইরুটের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এক্স হ্যান্ডেলে এক পোস্টে ভারতীয় দূতাবাস জানিয়েছে, এই অঞ্চলে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। জরুরিকালীন একটি ফোন নম্বর এবং ইমেল আইডিও প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস।
এদিকে, ইজরায়েল ও জঙ্গি গোষ্ঠী হেজবুল্লার মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে বেইরুট বিমানবন্দরে একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। দেরিতে চলছে বেশ কিছু উড়ান। ফ্রান্সের বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার কথা মাথায় রেখে আজ ও আগামীকাল প্যারিস-শার্লস দ্য গল এবং বেইরুটের মধ্যে উড়ান চলাচল বন্ধ থাকবে। জার্মান বিমান সংস্থা লুফথানসাও একই সিদ্ধান্ত নিয়েছে।