নতুনদিল্লীতে ‘এক দেশ এক নির্বাচন’ সংক্রান্ত দুটি বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি- জেপিসির প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। এই বিল দুটি হল সংবিধান (একশ উনত্রিশতম সংশোধনী) বিল, ২০২৪ এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল, ২০২৪।
বৈঠক শুরুর আগে কমিটির চেয়ারপার্সন, বিজেপি সাংসদ পিপি চৌধুরী সাংবাদিকদের বলেন, আইন বিশেষজ্ঞ, নাগরিক সমাজের সদস্য, বিচার বিভাগ, রাজনৈতিক দল সহ সব পক্ষের কথা শুনে কমিটি তার রিপোর্ট তৈরি করবে । সব সদস্যের মতামত নিয়েই কমিটি পরবর্তী কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বৈঠকে আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিনিধিরা প্রস্তাবিত আইনের ধারা সম্পর্কে সদস্যদের অবহিত করেন।
উল্লেখ্য, ৩৯ সদস্যের এই কমিটিতে লোকসভার ২৭ জন এবং রাজ্যসভার ১২ জন সদস্য রয়েছেন। কমিটি, পরবর্তী সংসদীয় অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে প্রথম দিনে তাদের রিপোর্ট জমা দেবে। কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন বিজেপির পি পি চৌধুরী, অনুরাগ সিং ঠাকুর এবং পুরষোত্তমভাই রূপালা, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, মনীশ তিওয়াড়ি, তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জী, এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে প্রমুখ। রাজ্যসভার সদস্য হিসাবে বিজেপির পক্ষে ঘনশ্যাম তিওয়াড়ি, ভুবনেশ্বর কলিতা ও কে লক্ষ্মন, কংগ্রেসের রনদীপ সিং সূর্যেওয়ালা, মুকুল ওয়াসনিক, ওয়াইওসআর কংগ্রেসের ভি বিজয়া সাই রেড্ডি এবং জেডিইউ-র সঞ্জয় কুমার ঝা এই সংসদীয় যৌথ কমিটিতে রয়েছেন।