মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 22, 2024 1:21 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে ভারত থেকে বে-আইনীভাবে চোরাচালান হওয়া ২৯৭-টি প্রাচীন প্রত্ন বস্তু ভারতকে ফেরত দেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে ভারত থেকে বে-আইনীভাবে চোরাচালান হওয়া ২৯৭-টি প্রাচীন প্রত্ন বস্তু ভারতকে ফেরত দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই প্রত্ন বস্তুগুলি ভারতে ফেরত পাঠানো হবে। এক প্রতিকী অনুষ্ঠানে এই সব প্রত্ন বস্তুগুলির মধ্যে নির্বাচিত কয়েকটি প্রধানমন্ত্রী মোদী ও মার্কিন রাষ্ট্রপতি জো-বাইডেনকে দেখানো হয়। ডেলাওয়ারের উইলমিংটনে কোয়াড শীর্ষ বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রপতির দ্বিপাক্ষিক বৈঠকের সময় এগুলির প্রতিকী হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী এই প্রাচীন প্রত্ন বস্তুগুলি ফিরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রপতি বাইডেনকে ধন্যবাদ জানান।
দু-দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা মাথায় রেখে মার্কিন বিদেশ দফতরের ব্যুরো অফ এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন ভারতের প্রত্নতাত্মিক সর্বেক্ষণ-এর মধ্যে এবছরের জুলাই মাসে সাংস্কৃতিক সম্পত্তি বিষয়ে একটি চুক্তি হয়েছে। দু-দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সুরক্ষিত রাখতে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে প্রধানমন্ত্রী মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি বাইডেন ২০২৩-এর জুন মাসে তাঁদের বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দিয়েছিলেন। ফেরত দেওয়া প্রত্ন বস্তুগুলি প্রায় ৪ হাজার বছরের পুরনো।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন