দোহায় এশিয়ান জুনিয়ার চ্যাম্পিয়ানশিপের ভারত্তোলনে মহিলাদের ৮৭ কেজি-ঊর্ধ্ব বিভাগে রূপো পেয়েছেন মার্টিনা দেবী।
মণিপুরের অষ্টাদশী এই অ্যাথলিট ২২৫ কেজি ভর তুলে দ্বিতীয় স্থান অর্জন করেন। ক্লিন অ্যান্ড জার্কে তিনি এই রূপো জিতলেও, স্ন্যাচে ব্রোঞ্জ পেয়েছেন।
Site Admin | December 26, 2024 9:51 AM
দোহায় এশিয়ান জুনিয়ার চ্যাম্পিয়ানশিপের ভারত্তোলনে মহিলাদের ৮৭ কেজি-ঊর্ধ্ব বিভাগে রূপো পেয়েছেন মার্টিনা দেবী।
মণিপুরের অষ্টাদশী এই অ্যাথলিট ২২৫ কেজি ভর তুলে দ্বিতীয় স্থান অর্জন করেন। ক্লিন অ্যান্ড জার্কে তিনি এই রূপো জিতলেও, স্ন্যাচে ব্রোঞ্জ পেয়েছেন।
গোপনীয়তা নীতি | কপিরাইট © 2025 নিউজ অন এয়ার। সমস্ত অধিকার সংরক্ষিত
সর্বশেষ আপডেট: 20th Jan 2025 | পরিদর্শক: 1480625