দোলযাত্রা উপলক্ষ্যে মেট্রো রেল আগামীকাল কম ট্রেন চালাবে। ঐদিন কবি সুভাষ দক্ষিনেশ্বর করিডরে ২৬২টির পরিবর্তে আপ ও ডাউনে মোট ৬০ টি ট্রেন চালানো হবে। দুই প্রান্ত থেকে দুপুর আড়াইটায় প্রথম ট্রেন ছাড়বে।
অন্যদিকে এসপ্ল্যানেড হাওড়া ময়দানের মধ্যে (১৩০টির পরিবর্তে) ৪২টি ও শিয়ালদা-সেক্টর ফাইভের মধ্যে (১০৬টির পরিবর্তে) ২২টি ট্রেন চালানো হবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। মাঝেরহাট-জোকা ও কবি সুভাষ-রুবী করিডরে আগামীকাল কোনো ট্রেন চলবে না।