প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, সরকার চালানোর জন্য সংখ্যাগরিষ্ঠাতার প্রয়োজন। কিন্তু একটি দেশ চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সহমত। অষ্টাদশ লোকসভার অধিবেশন সূচনা প্রাক্কালে সংসদের বাইরে শ্রী মোদী সাংবাদিকদের জানান, বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে, দেশের সেবায় ও প্রত্যেককে একসঙ্গে নিয়ে মানুষের আশা আকাঙ্খা পূরণ করার উদ্দেশেই এই অধিবেশন শুরু হয়েছে। তাঁর সরকার চায়, প্রত্যেককে একসঙ্গে নিয়ে এবং সংবিধানের পবিত্রতা বজায় রেখে দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে। গণতন্ত্রের সম্মান বজায় রেখে বিরোধীরা সুষ্ঠুভাবে সরকার চালাতে উপযুক্ত পদক্ষেপ নেবেন। মানুষ স্লোগান নয়, কাজ চান বলে শ্রী মোদী উল্লেখ করেন।