মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 28, 2024 9:52 PM

printer

দেশে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও চিকিতসাকর্মীদের নিরাপত্তা রক্ষায় সুপ্রীম কোর্টের গঠিত জাতীয় টাস্ক ফোর্স এন টি এফ, আজ বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের মহানির্দেশকদের সঙ্গে বৈঠকে বসে।

দেশে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও চিকিতসাকর্মীদের নিরাপত্তা রক্ষায় সুপ্রীম কোর্টের গঠিত জাতীয় টাস্ক ফোর্স এন টি এফ, আজ বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের মহানির্দেশকদের সঙ্গে বৈঠকে বসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন এবং স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যৌথভাবে পৌরহিত্য করেন। শ্রী মোহন, হাসপাতালগুলিতে নজরের আড়ালে থাকা আনাচে কানাচে সিসিটিভি লাগানোর পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য সুরক্ষা কর্মীদের জন্য এক এক দুই- হেল্পলাইনে আলাদা ব্যবস্থা রাখা, বড় হাসপাতালে সহজেই যাতায়াত, ভারতীয় ন্যায় সংহিতার নতুন ধারাগুলি সম্পর্কিত ধারনা স্পষ্ট করার জন্য তিনি আধিকারিকদের কাছে অনুরোধ জানান। স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের কর্মস্থলের পরিবেশ সুরক্ষিত রাখতে এবং নিরাপত্তা বৃদ্ধিতে পরামর্শ দেওয়ার জন্য রাজ্যগুলির প্রতি আবেদন জানিয়েছেন। জেলার হাসপাতালগুলিতে পরিকাঠামো পর্যাপ্ত আছে কিনা সে ব্যাপারে জেলাশাসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে অডিট করার পরামর্শও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আর জি কর কান্ড নিয়ে শীর্ষ আদালতের গৃহীত স্বতঃপ্রনোদিত মামলার শুনানির সময় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই জাতীয় টাস্ক ফোর্স গঠন করেন। তিন সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট এবং দু মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেবার জন্য সর্বোচ্চ আদালত কমিটিকে নির্দেশ দিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন