মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 27, 2024 11:31 AM

printer

দেশে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও কর্মস্থলের পরিবেশ সম্পর্কে মতামত দেবার জন্য সুপ্রীম কোর্ট গঠিত জাতীয় টাস্ক ফোর্স আজ প্রথম বৈঠকে বসবে।

দেশে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও কর্মস্থলের পরিবেশ সম্পর্কে মতামত দেবার জন্য সুপ্রীম কোর্ট গঠিত জাতীয় টাস্ক ফোর্স আজ প্রথম বৈঠকে বসবে। নতুন দিল্লীতে আয়োজিত এই বৈঠকে পৌরহিত্য করবেন সরকারের ক্যাবিনেট সচিব। এ ছাড়াও স্বরাষ্ট্রসচিব, জাতীয় মেডিকেল কমিশনের চেয়ারপার্সন, জেনারেল মেডিকেল সার্ভিসের অধিকর্তা-ভাইস অ্যাডমিরাল আর সারিন, এইমসের ডিরেক্টর ডঃ এম শ্রীনিবাস এবং ঐ হাসপাতালের স্নায়ু বিভাগের প্রাক্তন অধ্যাপক ডঃ পদ্ম শ্রীবাস্তবও বৈঠকে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, আর জি কর কান্ড নিয়ে শীর্ষ আদালতের গৃহীত স্বতঃপ্রনোদিত মামলার শুনানির সময় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই জাতীয় টাস্ক ফোর্স গঠন করেন। তিন সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট এবং দু মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেবার জন্য সর্বোচ্চ আদালত কমিটিকে নির্দেশ দিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন