দেশে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও কর্মস্থলের পরিবেশ সম্পর্কে মতামত দেবার জন্য সুপ্রীম কোর্ট গঠিত জাতীয় টাস্ক ফোর্স আজ প্রথম বৈঠকে বসবে। নতুন দিল্লীতে আয়োজিত এই বৈঠকে পৌরহিত্য করবেন সরকারের ক্যাবিনেট সচিব। এ ছাড়াও স্বরাষ্ট্রসচিব, জাতীয় মেডিকেল কমিশনের চেয়ারপার্সন, জেনারেল মেডিকেল সার্ভিসের অধিকর্তা-ভাইস অ্যাডমিরাল আর সারিন, এইমসের ডিরেক্টর ডঃ এম শ্রীনিবাস এবং ঐ হাসপাতালের স্নায়ু বিভাগের প্রাক্তন অধ্যাপক ডঃ পদ্ম শ্রীবাস্তবও বৈঠকে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, আর জি কর কান্ড নিয়ে শীর্ষ আদালতের গৃহীত স্বতঃপ্রনোদিত মামলার শুনানির সময় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই জাতীয় টাস্ক ফোর্স গঠন করেন। তিন সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট এবং দু মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেবার জন্য সর্বোচ্চ আদালত কমিটিকে নির্দেশ দিয়েছে।