মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 5, 2024 9:41 PM

printer

দেশে পেয়াজের দাম এখন  নিয়ন্ত্রনে বলে সরকার জানিয়েছে

 দেশে  পেয়াজের দাম এখন  নিয়ন্ত্রনে বলে সরকার জানিয়েছে। খাদ্য, উপভোক্তা বিষয়ক ও গন বন্টন মন্ত্রক জানিয়েছে,  কৃষকরা রবি মরশুমে উৎপাদিত পেয়াজ বাজারে ছেড়েছেন। গত বছরের তুলনায় এ বছর উৎপাদন সামান্য কম হলেও অভ্যন্তরীণ বাজারে পেয়াজের তেমন কোন ঘাটতি নেই। দাম ও স্থিতিশীল ।মন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এ বছর রবি মরশুমে  যে  আনুমানিক ১৯১ লক্ষ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, তা অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পক্ষে যথেষ্ট।  

পরিসংখ্যানে জানা গেছে, খরিফ মরশুমে এ বার ৩ লক্ষ ৬১ হাজার হেকটর এলাকায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশী।

এ ছাড়াও খরিফ মরশুমে এবার আলু চাষের এলাকাও , গত বারের তুলনায় ১২ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। খরিফ মরশুমে ২ লক্ষ ৭২ হাজার হেক্টর জমিতে  টমেটো চাষের ও লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন