দেশে চলতি বছরে খরিপ শস্য বপনে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। এপর্যন্ত ১ হাজার ৬৫ লক্ষেরও বেশি জমিতে খরিপ চাষ হচ্ছে। গতবছর একই সময় এর পরিমাণ ছিল ১ হাজার ৪৪ লক্ষ হেক্টর। এবছর ধান চাষ হচ্ছে ৩-শো ৯৪ লক্ষ হেক্টর জমিতে। গত বছর এই চাষ হয়েছিল ৩৭৮ লক্ষ হেক্টর জমিতে। ডালের ক্ষেত্রেও গতবারের ১১৫ লক্ষ হেক্টর থেকে বেড়ে ১২২ লক্ষ হেক্টর জমিতে চাষ হচ্ছে। এছাড়া মোটাদানা শস্য ও তৈলবীজের চাষ যথাক্রমে ১৮৫ দশমিক পাঁচ এক লক্ষ হেক্টর ও ১৮৮ দশমিক তিন সাত লক্ষ হেক্টর জমিতে
Site Admin | August 28, 2024 12:25 PM