মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 31, 2024 9:41 PM

printer

দেশে গত পাঁচ বছরে সীমান্ত সুরক্ষা বাহিনী-BSF-এ, মোট ৫৪ হাজার ৭৬০ জনকে নিয়োগ করা হয়েছে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছে।

দেশে গত পাঁচ বছরে সীমান্ত সুরক্ষা বাহিনী-BSF-এ, মোট ৫৪ হাজার ৭৬০ জনকে নিয়োগ করা হয়েছে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছে।

রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে তিনি বলেন, এসময়ে BSF-এ ৩৭২টি পদ সৃষ্টি হয়েছে। আরো ১০ হাজার শূণ্যপদ বাহিনীতে রয়েছে বলে মন্ত্রী জানান।

BSF-এ প্রাক্তন অগ্নিবীরদের কনস্টবল পদে নিয়োগের বিশেষ ব্যবস্থা করেছে সরকার। এজন্য ১০ শতাংশ সংরক্ষণের সংস্থান রাখা হয়েছে। প্রাক্তন অগ্নিবীরদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় তিন বছরের ছাড় থাকছে। এছাড়াও, অগ্নিপথ প্রকল্পের প্রথম ব্যাচের জন্য বয়সে ছাড় থাকবে ৫’বছর। তাঁদের কোনো শারীরিক পরীক্ষাও দিতে হবে না।

 এদিকে, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলসের ২ হাজার ৪শো৬৩ জন কর্মী প্রাণ হারিয়েছেন বলে মন্ত্রী জানান। এর মধ্যে ১শো১২ জনের সংঘর্ষে মৃত্যু হয়েছে। বাকীরা কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান। ওপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের জন্য আত্মোতসর্গকারি জওয়ানদের পরিবারকে যথাযথ সহায়তা প্রদান করা হয়েছে। সংঘর্ষে মৃত্যুর ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের পরিমাণ ১৫ থেকে বাড়িয়ে ৩৫ লক্ষ এবং কর্তব্যরত অবস্থায় মৃত্যু হলে এর পরিমাণ ১০ থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হয়েছে।

 

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন