দেশে আগামীকাল বলবৎ হতে চলেছে তিনটি নতুন ফৌজদারী আইন। ভারতীয় দন্ডবিধি, ফৌজদারি দন্ডবিধি ও সাক্ষ্য আইনের জায়গা নেবে এই ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম- ২০২৩।এর লক্ষ্য, প্রত্যেকের জন্য বিচার ব্যবস্হাকে আরও সুলভ, দক্ষ ও সহায়ক করে তোলা।এজন্য পুলিশ এবং তদন্তকারী সংস্হাগুলিকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।তবে, আইনজীবী মহলের একাংশ এবং বিরোধীরা এখনই নতুন ফৌজদারী আইন বলবৎ না করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়েছেন। তাঁদের মতে এনিয়ে আরও আলোচনা হওয়া প্রয়োজন।
Site Admin | June 30, 2024 9:31 PM