মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 11, 2024 1:06 PM

printer

দেশের ৫১টি নোডাল কেন্দ্রে আজ সপ্তম স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের সূচনা হয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভার্চুয়াল মাধ্যমে এর উদ্বোধন করেন

দেশের ৫১ টি নোডাল কেন্দ্রে আজ সপ্তম স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের সূচনা হয়েছে। হ্যাকাথনের সফটওয়্যার সংস্করণ চলবে  একটানা ৩৬ ঘণ্টা , অন্যদিকে হার্ডওয়্যার সংস্করণ চলবে ১৫ই ডিসেম্বর পর্যন্ত। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভার্চুয়াল মাধ্যমে এর উদ্বোধন করেন। বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। শ্রী প্রধান বলেন, সাম্প্রতিক বিভিন্ন সমস্যার সমাধানে এই হ্যাকাথন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন – ২০২৪-এর চূড়ান্ত পর্বের তরুণ আবিষ্কর্তাদের সঙ্গে কথা বলবেন। ১৩-শোর বেশি পড়ুয়াদের দল  চূড়ান্ত প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে সমবেতদের উদ্দেশেও ভার্চুয়ালি ভাষণ দেবেন।

পশ্চিমবঙ্গে আইআইটি খড়গপুরে স্মার্ট ইন্ডিয়া হ্যকাথনের সপ্তম পর্যায়ের গ্র্যান্ড ফিনালে পর্ব চলছে। আজ ও আগামীকাল  সফটওয়ার এডিশন এর চূড়ান্ত পর্যায়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মোট ৩৫টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আজ সকালে স্থানীয় পর্যায়ের হ্যকাথন এর উদ্বোধন করা হয়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন