দেশের বৃহত্তর স্বার্থে আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার জন্য বিএনপি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন ‘তাদের দল মনে করে এ বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন সম্ভব। চলতি বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন আয়োজনে পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। যখন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং প্রশাসনে স্থিতিশীলতা ফিরে এসেছে তখন নির্বাচন পেছানোর কোনো কারণ নেই।
Site Admin | January 14, 2025 7:40 PM