বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রের নির্দেশক ডক্টর এস উন্নিকৃষ্ণন নায়ার জানিয়েছেন, গগনযান মিশনের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র- ইসরো তৈরি হচ্ছে। বেঙ্গালুরুতে অষ্টম বেঙ্গালুরু স্পেস এক্সপোয় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, মানববিহীন অরবিটাল মডিউল নিয়ে কাজ চলছে এবং খুব শীঘ্রই তা শ্রীহরিকোটায় স্থানান্তর করা হবে। প্রথম মানববিহীন গগনযান কর্মসূচি চলতি বছরের শেষে শুরু হবে।
পুনঃব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকল RLV LEX 02 যা পুষ্পক নামে পরিচিত, সম্প্রতি তার সফল পরীক্ষা করা হয়েছে। এরপর পুনঃব্যবহারযোগ্য মহাকাশ যানের প্যারাসুটের পরীক্ষা করা হবে। বিপদের সময়, মহাকাশচারীরা যাতে বেরিয়ে আসতে পারেন সেই জন্য, ক্রু এস্কেপ সিস্টেম-এরও কাজ চলছে।
উল্লেখ্য, গগনযান মিশনের অধীনে, মহাকাশে, ভারতের প্রথম মানব অভিযানের আগে ইসরো তিনটি মানববিহীন পরীক্ষামূলক যান পাঠাবে।
চন্দ্রযান চার চাঁদের মাটিতে অবতরণ করে সেখান থেকে নমুনা সংগ্রহের পর আবার পৃথিবীতে ফিরে আসতে পারবে বলে জানান তিনি।
Site Admin | September 18, 2024 9:53 PM