ভারতীয় আবহাওয়া দফতর আই এম ডি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রাজস্হান, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, সমগ্র দিল্লি, পূর্ব উত্তর প্রদেশে আরও কিছু অঞ্চল এবং উত্তরাখন্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খন্ডের বাকি অংশে প্রবেশ করেছে। এরফলে হিমাচলপ্রদেশ, উত্তরাখন্ড, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্হান, মধ্যপ্রদেশ, ওড়িশা, কোঙ্কান, গোয়া ও মধ্য মহারাষ্ট্রে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাষ দেওয়া হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, গুজরাট, উপকূলবর্তী কর্ণাটক এবং সিকিম ও অরুণাচলপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরীর সম্ভাবনা দেখা দেওয়ায় আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের আজ থেকে পয়লা জুলাই পর্যন্ত সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে।
গতকাল সন্ধের পর থেকে কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় টানা ভারী বৃষ্টিতে জল জমে যায়। কলকাতায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৭৫ মিলিমিটার।