মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 26, 2025 9:28 PM

printer

দেশের প্রথম জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয় ত্রিভুবন সহকারী ইউনিভার্সিটি বিল আজ লোকসভায় ধ্বনিভোটে অনুমোদিত হয়েছে। রাজ্যসভায় পাশ হয়েছে, Banking laws Amendment bill 2024।

রাজ্যসভায় আজ Banking laws Amendment bill 2024 নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রস্তাবিত এই সংশোধনীতে Reserve Bank of India Act 1934, Banking Regulation Act 1949, State Bank of India Act 1955, Banking Companies Acquisition and Transfer of Undertakings Act 1970 এবং 1980, এই আইনগুলি সংশোধনের প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত এই আইনগুলিতে প্রত্যেক ব্যাঙ্ক আকাউন্টের জন্য নমিনির সংখ্যা ১ থেকে বাড়িয়ে ৪ জন করার কথা বলা হয়েছে। এছাড়াও ডিরেক্টর নিয়োগ, অডিটরদের বেতন স্থির করা সহ অন্যান্য বিষয় রয়েছে। আলোচনায় অংশ নেন কংগ্রেসের শক্তি সিং গোহিল, বিজেপির অরুণ সিং, ডি এম কে-র কে আর এন রাজেশ কুমার, আম আদমি পার্টির রাজেশ চাড্ডা, তৃণমূল কংগ্রেসের সাকেত গোখলে প্রমুখ। আলোচনার জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন,  এই সংশোধনীতে বাজেটে প্রস্তাবিত ব্যাঙ্কিং ক্ষেত্রের লক্ষ্যগুলি পূরণ করা সম্ভব হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন