মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 3, 2024 10:08 PM

printer

দেশের প্রতিরক্ষা প্রস্তুতি বাড়াতে সরকার ১,৪৫,০০০ কোটি টাকার প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

দেশের প্রতিরক্ষা প্রস্তুতি বাড়াতে সরকার ১,৪৫,০০০ কোটি টাকার প্রস্তাবের অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ-DAC 10টি প্রস্তাব অনুমোদন করেছে। ফিউচার রেডি কমব্যাট ভেহিকেল, এয়ার ডিফেন্স ফায়ার কন্ট্রোল রাডার, ডর্নিয়ার-228 এয়ারক্রাফট, নেক্সট জেনারেশন ফাস্ট প্যাট্রোল এবং অফশোর প্যাট্রোল ভেসেল সংগ্রহের অনুমোদন দিয়েছে DAC ।

 ফিউচার রেডি কমব্যাট ভেহিকেলগুলি ভারতীয় সেনার ট্যাঙ্ক   বাহিনির আধুনিকীকরণ করবে। এটি পরবর্তী প্রজন্মের সক্ষমতা এবং স্বয়ংক্রিয়তা দিয়ে এমনভাবে সজ্জিত হবে যাতে আগামী ৩৫ থেকে ৪৫ বছর পরিষেবায় থাকতে পারে।  

এয়ার ডিফেন্স ফায়ার কন্ট্রোল রাডার আকাশে লক্ষ্যবস্তু সনাক্ত করতে ,ট্র্যাক করতে এবং ফায়ারিং করতে সক্ষম। Dornier-228 এয়ারক্রাফট, নেক্সট জেনারেশন ফাস্ট  প্যাট্রোল ভেসেল এবং নেক্সট জেনারেশন অফশোর প্যাট্রোল ভেসেল সংগ্রহ ভারতীয় কোস্ট গার্ডের নজরদারি, টহল, অনুসন্ধান, উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার ক্ষমতা বাড়াবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন