দেশের পূর্ব, উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে আগামী ৪ থেকে ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হিমাচলপ্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্হান, ও উত্তরপ্রদেশে তেশরা জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। বিহার, পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত এলাকা, সিকিম, অরুণাচলপ্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টির পূর্বাভাষ রয়েছে আগামী তিন-চারদিন। পশ্চিম ভারতে গুজরাট, মধ্য মহারাষ্ট্র এবং গোয়ায় চৌঠা জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। একই পরিস্হিতি থাকবে দক্ষিণের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও।
Site Admin | June 30, 2024 10:00 PM