দেশের আত্মনির্ভর উদ্যোগে বড়সড় সাফল্য এসেছে। ভারতীয় সেনাবাহিনী নর্দান কম্যান্ডে ফাইভ ‘ফিফটি- অসমি মেশিন পিস্তল‘ অন্তর্ভুক্ত করেছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল প্রসাদ বনসদ, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন পর্ষদ ডিআরডিও-র সহযোগিতায় এই পিস্তল উদ্ভাবন করার পর হায়দ্রাবাদের এক ভারতীয় সংস্থা এটি তৈরি করেছে। মেড-ইন-ইন্ডিয়া অস্ত্রশস্ত্র, আত্মনির্ভর ভারত অভিযানে সেনাবাহিনীর দায়বদ্ধতাকে প্রতিষ্ঠিত করেছে। নতুন এই পিস্তলের বৈশিষ্ট্য হল ব্যারেলের দৈর্ঘ্য ছোট না করে সামগ্রিকভাবে পিস্তলের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে । সামনাসামনি লড়াইয়ের ক্ষেত্রে এটি খুবই কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।
Site Admin | November 6, 2024 10:32 AM