দেশজুড়ে আজ জাতীয় কৃষক দিবস পালনের প্রস্তুতি সম্পূর্ণ। দেশের অগ্রগতি ও উন্নয়নে কৃষকদের অবদানকে সম্মান জানাতেই আজকের দিনটি পালন করা হচ্ছে। এটি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ অর্থনীতি যাতে প্রাণবন্ত থাকে এবং দেশের কৃষি ঐতিহ্য সংরক্ষণে কৃষকদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এর মাধ্যমে সেটিও স্বীকৃতি পায় ।
কেন্দ্রীয় সরকার কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিয়ে , তাদের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করার পাশাপাশি সুস্থায়ীভাবে কৃষিক্ষেত্রের উন্নয়ন নিশ্চিত করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। এই প্রকল্পগুলির অধীনে, কৃষকদের আর্থিক নিরাপত্তা দেওয়া হয় । কৃষিকাজে নানা ধরণের ঝুঁকি হ্রাস করে দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তাও দেওয়া হয়। ভারতে এ বছর তেত্রিশ কোটি ২২ লক্ষ টন খাদ্যশস্য উৎপাদন করেছে, যা এক রেকর্ড। গত বছর খাদ্যশস্য উৎপাদিত হয়েছিল বত্রিশ কোটি সাতানব্বই লক্ষ টন।