মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 18, 2024 4:37 PM

printer

দেশজুড়ে একযোগে নির্বাচনের পথ প্রশস্ত করতে উচ্চ পর্যায়ের কমিটির ‘এক দেশ, এক নির্বাচন’-এর সুপারিশ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার

দেশজুড়ে একযোগে নির্বাচনের পথ প্রশস্ত করতে উচ্চ পর্যায়ের কমিটির ‘এক দেশ, এক নির্বাচন’-এর সুপারিশ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। আজ নতুন দিল্লীতে সাংবাদিকদের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ দের পাশাপশি সংশ্লিষ্ট সকলপক্ষের সঙ্গে একযোগে নির্বাচনের ব্যপারে বিস্তারিত আলোচনা করেছে। তিনি বলেন, দুটি পর্যায়ে এর বাস্তবায়ন করা হবে। প্রথম দফায় লোকসভা ও বিধানসভা নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হবে এবং সাধারণ নির্বাচনের ১০০ দিনের মধ্যে পঞ্চায়েত ও পৌরসভার মতো স্থানীয় সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হবে

      তিনি বলেন, দেশের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রকে উৎসাহ দিতে সরকার, চন্দ্রযান-ফোর মিশন এবং ভেনাস অরবিটার মিশনে অনুমোদন দিয়েছে। চন্দ্রযান-ফোর চাঁদে সফলভাবে অবতরণের পর আবার পৃথিবীতে ফিরে আসার প্রযুক্তি বিকাশ ও প্রদর্শনের জন্য অনুমোদন পেয়েছে। অন্যদিকে, বৈজ্ঞানিক অনুসন্ধান ও শুক্রের বায়ুমণ্ডল আরও ভালভাবে বোঝার জন্য মন্ত্রীসভা, ভেনাস অরবিটার মিশনে ছাড়পত্র দিয়েছে।

      শ্রী বৈষ্ণ বলেন, ফসফেট এবং পটাস ভিত্তিক সারের উপর, ২০২৪-২৫ রবি মরশুমের জন্য সরকার পুষ্টি উপাদান ভিত্তিক ভর্তুকিতে অনুমোদন দিয়েছে। এর জন্য খরচ হবে ২৪ হাজার কোটি টাকা। তিনি বলেন, সরকার কৃষকদের লাভজনক মূল্য প্রদান এবং উপভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্যের  জোগান নিশ্চিত  করতে প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষন অভিযানের প্রকল্পগুলি চালিয়ে যাবার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে  ।

         কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযানে মোট ৭৯ হাজার ১৫৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের আর্থ-সামাজিক অবস্থার মানোন্নয়ন এর পাশাপাশি, পরিকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন, উন্নতমানের শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন