দু দিনের সফরে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি আজ সন্ধ্যায় নতুন দিল্লী এসেছেন। তাঁর সঙ্গে রয়েছে মন্ত্রী সহ এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, ব্যবসায়ী এবং বরিষ্ঠ আধিকারিকবৃন্দ। বিমানবন্দরে শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল রাষ্ট্রপতি ভবনে থানিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে। সফরকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর সঙ্গে একাধিক বিষয়ে কথা বলবেন তিনি। আমীরের সম্মানে এক ভোজসভারও আয়োজন করেছেন রাষ্ট্রপতি মূর্মূ। দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে থানি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও আলোচনা করবেন।
উল্লেখ্য, ভারত ও কাতারের মধ্যে দীর্ঘদিনের গভীর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক সময়ে এই সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। কাতারে বসবাসরত ভারতীয়রা সেদেশের সবথেকে বড় প্রবাসী সম্প্রদায়। আমীর থানির এই সফর, পারস্পরিক সম্পর্ককে আরো মজবুত করবে বলে মনে করা হচ্ছে।