দুর্নীতি করে চাকরি পাওয়ার অভিযোগে এক শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শেখ সিরাজুল নামে তৃণমূল কংগ্রেসের ওই শিক্ষক নেতা নিয়োগ দুর্নীতিতে যুক্ত বলে এক আইনজীবী হাইকোর্টের দ্বারস্হ হন। বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ মামলাটি শোনার পর পর্যবেক্ষণে জানায়, ওই ব্যক্তি দুর্নীতি করে শিক্ষকতার চাকরি পেয়েছেন। অবিলম্বে তাঁকে বরখাস্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি।
Site Admin | March 26, 2025 8:50 PM
দুর্নীতি করে চাকরি পাওয়ার অভিযোগে এক শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
