দু’দিন কেটে গেলেও এখনো বিধাননগরের এসএসসি ভবনের সামনে ধরনা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সোমবার থেকে এখনো পর্যন্ত অফিসেই বন্দি হয়ে আছেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। অযোগ্যদের চাকরি বাতিলের দাবিতে আদালতে যাওয়ার কথা ও জানিয়েছেন চাকরিহারারা।
এদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকাল বলেন, আইনজ্ঞদের অনুমতি পাওয়া যায়নি বলেই যোগ্য ও অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়নি। আন্দোলনরত চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি জানান, কাজ চালিয়ে যাওয়া শিক্ষকরা বেতন পাবেন। এছাড়াও, রাজ্য সরকাররের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হবে, তবে এমন কিছু করা উচিত নয়, যাতে আদালত অবমাননার অভিযোগ উঠতে পারে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও গোটা বিষয়টি আইনিভাবে দেখা হচ্ছে। সরকারের ওপর ভরসা রাখার জন্য আবারও আবেদন জানান মুখ্যমন্ত্রী।