দু’দিনের রাজ্যপালদের সম্মেলন আজ রাষ্ট্রপতি ভবনে শেষ হয়েছে। সমাপ্তিসূচক বক্তব্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আদিবাসী কল্যাণ, নারী ক্ষমতায়ন, প্রাকৃতিক চাষ ও মাদকাসক্তির মতো বিষয়ের ওপর বিশেষভাবে জোর দেন। তিনি জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনার জন্য গঠিত রাজ্যপালদের গোষ্ঠীগুলিরও কাজের প্রশংসা করেন। রাজ্যপালদের দেওয়া পরামর্শগুলি আগামী দিনে কাজে লাগানো হবে বলেও রাষ্ট্রপতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখেন।